বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ সম্প্রতি ঢাকাস্থ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রদলের নাম ব্যবহার করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা অবলোকন করেছে। ঘটনার সত্যতা যাচাই এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া, সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল, মনজুরুল আলম রিয়াদ এবং রিয়াদ উর রহমান সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
উক্ত তদন্ত কমিটিকে আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন বলে জানানো হয়েছে। ।