ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৫টা থেকে ১ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত ক্যাম্পাসে গাড়ি প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। “থার্টি ফাস্ট নাইট” উপলক্ষে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ঢাবি প্রবেশপথগুলোতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী এবং জরুরি সেবা (যেমন: অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) প্রবেশ করতে পারবে।
এ সময়ের মধ্যে ক্যাম্পাসে আতশবাজি, ফানুস, বিস্ফোরক দ্রব্য বহন ও ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো যেমন শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেতে যানবাহন প্রবেশ সীমিত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এই বিজ্ঞপ্তি সকল শিক্ষার্থী ও ক্যাম্পাসবাসীকে যথাযথভাবে অবহিত করেছে।