আগামী (১ জানুয়ারি,২০২৫) (বুধবার) থেকে সারা দেশে সিএনজি স্টেশনগুলোর জন্য গ্যাস সরবরাহের সময়সূচিতে পরিবর্তন আসছে। বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়, তবে নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, সিএনজি স্টেশন মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।