ঢাকা : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে যারা কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হবে। শনিবার (২৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসা প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
আসিফ নজরুল আরও বলেন, “যেসব কূটনীতিকরা ওই সময় প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।” তিনি জানান, বাংলাদেশ সরকার প্রবাসী শ্রমিকদের প্রতি সহানুভূতি জানাচ্ছে এবং তাদের অধিকার সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ।
এছাড়া, আসিফ নজরুল বলেন, “সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে পুনর্বাসন করা হবে এবং তারা দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন।”
এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রবাসী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান ও পুনর্বাসনে সহায়তা করবে, যাতে তারা নতুন করে জীবন শুরু করতে সক্ষম হন।