বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার পতিত ফ্যাসিবাদের দোসরদের মাধ্যমে দেশ পরিচালনা করছে এবং তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না, বরং প্রশাসনে রাখা হয়েছে তারাই, যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছে। তিনি আরও বলেন, সংস্কারের কথাটি বললেও, এর মাধ্যমে নির্বাচনকে সংস্কারের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে।
তিনি বলেন, যারা জনগণের ভোটকে ভয় পায় এবং যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক ভোট পদ্ধতির কথা বলছে।