সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা দণ্ডপ্রাপ্ত হলে পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলার নিষ্পত্তি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণের কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনিয়মের কারণে আগামী নির্বাচনে তাদের নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে।

ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, যিনি সরকারের নির্বাচনী ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *