বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা এখনও রয়ে গেছে, এবং নির্বাচন যত দেরি হবে, ততই সমস্যার সমাধান কঠিন হবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে এবং ২০ হাজার মানুষকে হত্যা করেছে।’

নির্বাচন বিষয়ে ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন।’

 

সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলের সঙ্গে বসলে সংস্কারের কাজ আরও এগিয়ে যেত, এমনটা মনে করেন তিনি। একাত্তরের ঘটনা ভুলে না যাওয়ারও আহ্বান জানান বিএনপির মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *