বাংলাদেশ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ট্রাকচাপায় মো. সোহানুর জামান নয়ন (২৪) নামের এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায়, রাত ১:৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় নয়নকে একটি ট্রাক চাপা দেয় এবং পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে এসে নয়নের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, “এটি একটি দুঃখজনক ঘটনা, ফায়ার ফাইটার নয়ন আমাদের জন্য একজন সাহসী কর্মী ছিলেন।”
সোহানুর জামান নয়ন ২০২২ সালে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন এবং তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।