স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬তলা ভবনে আগুন লেগে ৮ ও ৯ তলায় তা ছড়িয়ে পড়েছিল। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, গত বুধবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ১টা ৫২ মিনিটে আগুনের খবর পায় তারা। দ্রুত তীব্রতা বাড়ায় ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৬ ঘণ্টা পর, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী মো. সোহানুজ্জামান নয়ন ট্রাক চাপায় আহত হয়ে নিহত হয়েছেন।