ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে দিবাগত রাত ১টা ৫২ মিনিটের দিকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ও ২১১ কর্মী ৬ ঘণ্টা চেষ্টা করে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
আগুনের কারণে ভবনের ছয়, সাত, আট ও ৯ তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ নিশ্চিত না হওয়া সত্ত্বেও সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন নেভাতে পানি সংকটের কোনো সমস্যা ছিল না বলে তিনি দাবি করেছেন। তবে, ভবনের কক্ষগুলো আবদ্ধ ও গ্লাস লাগানো থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে।