বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, ‘‘এমন পরিস্থিতিতে যদি গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করে দেয় কারা নির্বাচিত হবে, তবে সেই আত্মত্যাগের মূল্য কী হবে?’’
তিনি ২৬ ডিসেম্বর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং শেখ হাসিনা ভারতের নীতি বাস্তবায়নে সহায়তা করছেন।
এছাড়া, বিএনপি নেতা সরকারের সাইবার সুরক্ষা আইন ও সচিবালয়ে আগুন লাগার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন।