বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আগামী ৩১ জানুয়ারির পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং কর্মরত রয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সহযোগিতার অনুরোধ করা হয়েছে, যাতে বিদেশিরা তাদের অবস্থানের বৈধতা অর্জন করতে পারেন।
এছাড়া, যারা ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে ব্যর্থ হবেন, তাদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।