ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে পাঁচ দিন নিখোঁজ থাকার পর ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালিদ হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত পাঁচদিনে খালিদ কোথায় ছিলেন, কেমন ছিলেন—এ বিষয়গুলো নিয়ে মুখ খুলতে চাননি তিনি বা তার পরিবার। একাধিক সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, খালিদ তার মোবাইল ফোন রেখে হল থেকে বের হয়ে যান। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে তিনি ফিরে আসেন।
খালিদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তিনি জানান, খালিদের মানসিক অবস্থা বর্তমানে ভালো নয়। সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জানানো হবে।