আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর,২০২৪) বেলা ১১টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নেতা আব্দুস সালাম পিন্টু।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ এর জেল সুপার আল মামুন জানান, সোমবার (২৩ ডিসেম্বর) জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই এবং আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, পিন্টুর মুক্তির খবর ছড়িয়ে পড়লে শতশত বিএনপি নেতা-কর্মী কারাগারের বাইরে ভিড় জমান। পরে, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগারের মূল ফটক দিয়ে বেরিয়ে গিয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় আব্দুস সালাম পিন্টু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তবে, গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে খালাস দিয়ে আদালত রায় ঘোষণা করেছে।