আগামীকাল 'বড়দিন' উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং বড়দিনের মাধ্যমে খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন।
প্রফেসর ইউনূস সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।