বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় আজ (২৪ ডিসেম্বর,২০২৪) (মঙ্গলবার) ঢাকা-খুলনা-ঢাকা রেলরুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান ঢাকা-খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ রুট চালু হলে ঢাকা থেকে খুলনা পৌঁছাতে মাত্র ৪ ঘণ্টা সময় লাগবে, যা বর্তমানে প্রায় ৭-৮ ঘণ্টা সময় নেয়।