ডেক্স নিউজ: বাংলাদেশের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠক, শহীদ বুদ্ধিজীবীর সন্তান, অভিনেতা, কথাসাহিত্যিক ও কবি এবিএম সোহেল রশিদ-এর জন্মদিন উপলক্ষে বন্ধুপ্রতিম সাহিত্য সংগঠনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল (২য় তলা), ঢাকা-এ এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি আজ (২৩ ডিসেম্বর, ২০২৪), সোমবার বিকাল ৩ টায় শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মোহন রায়হান, কবি রেজা উদ্দিন স্টালিন, কবি ও সম্পাদক শাহীন রেজা, কবি ও সম্পাদক আসাদুল করিম শাহীন, কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী।
উল্লেখ্য,এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।