দেশে ফিরিয়ে আনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নোট ভারবাল পাঠিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য নোট ভারবাল পাঠিয়েছি এবং জানিয়ে দিয়েছি, তাকে বিচার ব্যবস্থার জন্য দেশে ফিরিয়ে আনতে হবে।”
এর আগে, ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, এবং গত ১৩ নভেম্বর ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে।