ঢাকা: বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে আজ থেকে পুনরায় চালু হয়েছে বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন সেবা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আজ সকালে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন। এই কার্যক্রমের মাধ্যমে হাসপাতালে ৩২তম কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।
কিডনি প্রতিস্থাপনে দাতা ছিলেন নোয়াখালী জেলার ৫০ বছরের কোহিনুর বেগম, আর গ্রহীতা ছিলেন ঢাকা জেলার ৪৮ বছর বয়সী সাহারা বেগম। কোহিনুর বেগম সাহারা বেগমের ফুফু। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের মোট ব্যয় ৩ লক্ষ টাকা।
এর আগে, এই হাসপাতালে ৩১তম কিডনি প্রতিস্থাপন গত ২৮ জুলাই সফলভাবে সম্পন্ন হয়েছিল।