রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী সন্দেহে ৯৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি জানান, আটককৃতদের মধ্যে রমনা বিভাগে ৮, মতিঝিল বিভাগে ১৪, লালবাগ বিভাগে ২৬, ওয়ারী বিভাগে ১০, তেজগাঁও বিভাগে ১৯, মিরপুর বিভাগে ৪, উত্তরা বিভাগে ৮ এবং গুলশান বিভাগে ৪ জন রয়েছে। সন্দেহভাজন ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *