মাদরাসার শিক্ষার্থী ও আন্দোলনকর্মী মো. আরাফাত (১২) গতকাল (২২ ডিসেম্বর,২০২৪)রবিবার মৃত্যুবরণ করেছেন। তিনি ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হন এবং তার চিকিৎসা চলছিলো তিন মাস ধরে। শহীদ আরাফাত পবিত্র কোরআন শরীফের তিন পারা মুখস্থ করেছিলেন এবং কিতাব বিভাগের এবতেদিয়ায় অধ্যয়নরত ছিলেন।
(৫ আগস্ট,২০২৪) গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে আধুনিক হাসপাতালে, এরপর কুর্মিটোলা থেকে সিএমএইচে চিকিৎসার জন্য নেয়া হয় তাকে। তার বাম পাজরের দিকে গুলি ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে গিয়ে, তার একটি কিডনিও নষ্ট হয়ে যায়।
উন্নত চিকিৎসার জন্য শহীদ আরাফাতকে আগামী (২৪ ডিসেম্বর,২০২৪) এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানোর পরিকল্পনা ছিলো, তবে তার আগেই তিনি মৃত্যুবরণ করেন এবং শহীদী মিছিলে যোগ দেন।