ডেক্স রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দিয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং হাতিরঝিল থানা পুলিশ এই উদ্ধার অভিযান পরিচালনা করে। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪টি এবং হাতিরঝিল থানা ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন এবং হাতিরঝিল থানা পুলিশের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফোনের মালিকরা তাদের প্রিয় ফোন ফিরে পেয়ে আনন্দিত হয়ে পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।