ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে অ্যাডভোকেট খোরশেদ আলমকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট নিহার হোসেন ফারুককে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিকে আগামী চার মাসের মধ্যে সম্মেলন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
– সিনিয়র যুগ্ম আহ্বায়ক: অ্যাডভোকেট জহির রায়হান জসিম
– যুগ্ম আহ্বায়ক: হোসেন আলী খান হাসান ও শামীমা আক্তার শাম্মী

কমিটির সদস্যরা হলেন: গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম, খন্দকার হযরত আলী, আব্দুল লতিফ তালুকদার, আমিরুল ইসলাম আমির, আব্দুল খালেক মিলন, আনিছুর রহমান আনিছ, হারুন অর রশিদ ভুঁইয়া, জালাল আহমেদ দোলন, যোনায়েদ উল্লাহ শোয়েব, শাহনাজ বেগম শিরিন, আতিকুর রহমান আতিক, মোহাম্মদ উল্লাহ জুয়েল, ইলতুৎমিস সওদাগর, আখতার হোসেন সোহেল, শেখ আলাউদ্দিন, মোহাম্মদ আনিসুজ্জামান, আকলীমা আক্তার আলো, নুরুজ্জামান তপন, মাসুদুর রহমান বাদল, নুরুজ্জামান, দেলোয়ার জাহান রুমী, মাহাবুব আলম আক্তার, ওমর জাকির বাবুল, তানভীর হাসান সোহেল এবং আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *