নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার সাবেক সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ (২১ ডিসেম্বর,২০২৪) শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক সচিব ইসমাইল হোসেন যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে বিমানবন্দর থানার পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চাওয়া হলে, আসামির আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এর ১১তম ব্যাচের সদস্য ছিলেন এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *