নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে চলতি বছর হিন্দু ধর্মালম্বীদের বিরুদ্ধে ২,২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’, যা বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতিতে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২,২০০টি সহিংসতার ঘটনা ঘটে বলে উল্লেখ করেছে, যা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

এদিকে, স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মোট ১৩৮টি সহিংস ঘটনা ঘটেছে, যার মধ্যে ৩৬৮টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮২ জন আহত হয়েছেন।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ সরকার এসব ঘটনার যথাযথ তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে অন্তত ৯৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *