ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং এটি বন্ধ করতে হবে। তিনি জানান, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দুই-তিন দিনের মধ্যে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হবে।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

এছাড়া, ঢাকা শহরে ছিনতাইয়ের পরিমাণ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানান। মোবাইল ছিনতাই বিশেষত বৃদ্ধি পেয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, “মোটরসাইকেল একটি ঝুঁকিপূর্ণ বাহন এবং একটিতে দুই-তিনজন যাত্রী বহন করা অত্যন্ত বিপজ্জনক। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা হবে এবং যাত্রীদেরও শৃঙ্খলা মেনে চলতে হবে।”

তিনি যানজট নিয়ে কথা বলেন এবং বলেন, “যানজটে হর্ন বাজানোতে কোনো সমাধান হবে না। যারা বারবার হর্ন বাজাবেন, তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *