নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি ও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, “আইনের শাসনের ধারায় হাসান আরিফের অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে।”

তারেক রহমান আরও বলেন, “এএফ হাসান আরিফের মৃত্যুতে দেশের কৃতি আইনজ্ঞের শূন্যতা সৃষ্টি হয়েছে। তার অবদান ও আইনের প্রতি ভালোবাসা সহকর্মী এবং ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের মনে চিরকাল অম্লান থাকবে।”

তিনি শোকবার্তায় হাসান আরিফের শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *