উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু সংবাদ পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে ছুটে যান। সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালে উপস্থিত হয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন ড. ইউনূস, পরে হাসপাতাল ত্যাগ করেন।
১৯৭০ সালে আইন পেশায় প্রবেশ করা হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন। ৮ আগস্ট ২০২৪ থেকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।