বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ল্যাবএইড হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল, যেখানে তিনি হাসান আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, “তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন একজন বিশিষ্ট গণতন্ত্রপ্রেমী মানুষ। এই সময়ে তার প্রয়োজন ছিল। ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে।”

বিএনপির শীর্ষনেতারা এদিকে হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *