ডেক্স রিপোর্ট : বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। সিআইডির সূত্রে জানা যায়, দুটি নমুনা ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং সেখানে ডিএনএ মিলেছে, যা নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত মাংস ও হাড় বাংলাদেশের সাবেক এমপি আনারের।

নভেম্বরের শেষে কলকাতায় এসে ডরিন তার ডিএনএ নমুনা প্রদান করেছিলেন, যা পরে যাচাই করা হয়। গত ১২ মে পশ্চিমবঙ্গে পৌঁছান এমপি আনার। পরদিন তাকে শেষবার দেখা যায় এবং ১৩ মে তিনি গোপাল বিশ্বাসের বাড়ি থেকে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরে ২২ মে, কলকাতা পুলিশ জানায়, আনারকে খুন করে তার শরীর টুকরো টুকরো করে সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয় এবং হাড়-গোড় বিভিন্ন জায়গায় ফেলা হয়।

এ হত্যাকাণ্ডে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় অপহরণ ও খুনের অভিযোগে মামলা দায়ের করেন এবং বর্তমানে মামলা তদন্তের আওতায় বেশ কয়েকজন গ্রেপ্তার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *