ঢাকা: লন্ডন-ভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য ইকোনমিস্ট’ বাংলাদেশকে ২০২৪ সালের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করেছে। এই খেতাব দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন এবং গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রার স্বীকৃতিস্বরূপ।

ম্যাগাজিনটির ওয়েবসাইটে ১৯ ডিসেম্বর প্রকাশিত ঘোষণায় বলা হয়, ‘আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা একজন স্বৈরাচারকে উৎখাত করেছে।’ বিশেষ করে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার শাসনের অবসান ঘটানো হয়। ১৫ বছর ধরে দেশের শাসন করা শেখ হাসিনা নির্বাচনী কারচুপি এবং বিরোধী দলকে দমন-পীড়নের জন্য সমালোচিত ছিলেন।

এছাড়া, ম্যাগাজিন উল্লেখ করেছে যে বাংলাদেশে এই ক্ষমতার পালাবদল উৎসাহব্যঞ্জক হলেও সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এক্ষেত্রে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেশে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি অর্থনীতি স্থিতিশীল করেছে। এখন সরকারকে ভারতের সাথে সম্পর্ক পুনঃস্থাপন এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

দ্য ইকোনমিস্টের মতে, ‘বাংলাদেশের এই পরিবর্তনটি শুধু দেশটির জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *