ঢাকা: প্রায় ১৩ বছর পর আবারও বাজারে আসছে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা। আগামী রোববার, ২২ ডিসেম্বর থেকে পত্রিকাটি পাওয়া যাবে বলে জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। মাহমুদুর রহমান বলেন, “শূন্য থেকে দুই মাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। তবে আমরা প্রথম দিন থেকেই পাঠকদের চাহিদা পূরণে সচেষ্ট থাকবো। এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে।”

তিনি আরও বলেন, “আমরা যত দ্রুত সম্ভব সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবো। এর মাধ্যমে জনগণ আবার পত্রিকা পড়ার অভ্যাসে ফিরবে।”

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকাটি ২০০৪ সালে যাত্রা শুরু করে এবং ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে বন্ধ হয়ে যায়। ২০১৩ সালে সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার ও পত্রিকার প্রিন্ট সংস্করণের বন্ধ হওয়ার পর দীর্ঘদিন এর পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করতে হয়।

বর্তমানে, নতুন করে এই পত্রিকার যাত্রা শুরু হলেও, এর আগের রাজনৈতিক অবস্থান ও সমালোচনার কারণে বিশেষ মনোযোগ পাচ্ছে পত্রিকাটির পুনঃপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *