অন্তর্বতীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আবিদ চৌধুরী।
হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।