রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের হাতে জিম্মি হওয়া গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিরাপদে বের করে নিয়ে আসা হয়।
ডাকাত দল ব্যাংকটিতে প্রবেশ করে কয়েকজনকে জিম্মি করে রাখে, পরে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ব্যাংকটিকে ঘিরে ফেলেন। আলোচনার মাধ্যমে ডাকাত দল আত্মসমর্পণ করে এবং তাদের অস্ত্র জমা দেয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন ডাকাতকে আটক করা হয়েছে, যাদের বয়স কম বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।