ঢাকা: পিলখানা গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ৫৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার পর শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই অভিযোগটি জমা দেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিল। এর পরপরই সীমান্ত রক্ষা বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়।

বিদ্রোহের বিচার বিজিবির আদালতে হলেও হত্যাকাণ্ডের মামলা প্রচলিত আদালতে বিচারের জন্য আসে। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয়ে ২০১৩ সালে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, বিস্ফোরক আইনের মামলায় বিচারাধীন ৮৩৪ জন আসামি রয়েছে।

বিচার কার্যক্রম এখনো চলমান, এবং এ ঘটনায় নতুন অভিযোগ জমা দেওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপের অপেক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *