বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়া গত মঙ্গলবার থেকে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন, যার কারণে এই সমাবেশটি স্থগিত করা হয়েছে।

মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সমাবেশ। যেখানে প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, তাঁর চিকিৎসা চলছে এবং এ কারণে তাঁর বিদেশে যাওয়ার পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। এই মাসেই তিনি লন্ডন ও যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যেতে পারেন, এছাড়া সৌদি আরবে উমরাহ পালনেরও পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *