ঢাকা : বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, “বিষয়গুলো বারবার উঠে আসছে, আসুন আমরা এগিয়ে গিয়ে সেগুলোর ফয়সালা করি।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির উল্লেখ করে বিষয়টির সমাধান নিয়ে আরও আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, দুই নেতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব বিষয় চিরতরে সমাধান করা উচিত বলে একমত হন। তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, সার্কের পুনরুজ্জীবন এবং আঞ্চলিক সংস্থার শীর্ষ সম্মেলনের আয়োজনও দুই দেশের সম্পর্ক জোরদারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *