ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
বাংলাদেশ: ১২৯/৭ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১০২/১০ (১৮.৩ ওভার)
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শামীম হোসেন (৩৫), আর মিরাজ ২৬ রান করেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সেরা রান সংগ্রাহক ছিলেন চেজ (৩২)।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বাংলাদেশ বোলারদের দাপট ছিলো। শুরু থেকেই তারা চাপ তৈরি করে এবং দ্রুত উইকেট নিতে থাকে। একে একে বোলাররা অল্প রানে শিকার করেন ফ্লেচার (০), পুরান (৫), শেফার্ড (০), মোটি (০), আলজারি (০), আকিল (৩১)।
এই জয় বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলবে, যদিও তারা টেস্ট সিরিজ ড্র করেছে এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে সফরের শেষটা তারা স্বস্তি নিয়ে করতে যাচ্ছে।