বরিশাল প্রতিনিধি ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। বুধবার দুপুরে দুদকের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা ও খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন শাহিদা বেগম ও জাকির হোসেন।
দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচ এম আক্তারুজ্জামান জানান, নিয়মবহির্ভূত কাজের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, বরিশাল পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালাল চক্রের দৌরাত্ম্যে সেবাপ্রত্যাশীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযোগ রয়েছে, দালাল চক্রের সঙ্গে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা জড়িত। দালালদের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট তৈরির জন্য সেবাপ্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মতো ঘটনা ঘটছিল। এই দৌরাত্ম্য রোধে দুদকের বিশেষ দল নিয়মিত অভিযান পরিচালনা করছে।
দুদকের কর্মকর্তারা জানান, দালালদের পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অফিস-কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনিয়ম প্রতিরোধে পাসপোর্ট অফিসে নজরদারি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।