আজকের বাংলা নিউজ :গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং ওই এলাকায় দুই বা তার বেশি ব্যক্তি একত্রে জমায়েত বা মিছিল করতে পারবেন না। এছাড়া, অস্ত্র, বিস্ফোরক, লাঠি বা লাউডস্পিকার বহন নিষিদ্ধ।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।