বরিশাল প্রতিনিধি ॥ বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী পলাশ হোসেনের বাবা এবং মাতৃ ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল হাই আজ মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল হাই দীর্ঘদিন ধরে বানারীপাড়ায় একজন সজ্জন ব্যক্তি ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বানারীপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা নামাজ আজ বাদ আসর বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে বানারীপাড়ার কৃতি সন্তান ও জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম “আজকের বাংলানিউজ”-এর নির্বাহী সম্পাদক মোঃ মেহেরাব হোসেন অভি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, জনাব আব্দুল হাই বানারীপাড়ায় ঔষধ ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি তার সততা ও উদারতার জন্য সবার কাছে প্রিয় ছিলেন। তার মৃত্যুতে বানারীপাড়া একজন গুণী ব্যক্তিকে হারাল।