ডেক্স রিপোর্ট : আজ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, অনুষ্ঠিত হবে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির লটারি। এই লটারি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত লিংক https://gsa.teletalk.com.bd/–এ প্রবেশ করে তাদের ফলাফল ডাউনলোড করতে পারবেন।

এবারের লটারির মাধ্যমে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলেছিল, যেখানে সরকারি স্কুলে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন এবং বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *