হিলি প্রতিনিধি ॥ স্বাধীনতার ৫৩ বছরে দেশের নারীরা আর পিছিয়ে নেই। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারীদের উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ হলো সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নারী উদ্যোক্তাদের দিনব্যাপী বিজয় মেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলায় স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্যসামগ্রী প্রদর্শন করেন।
মেলায় ২৪টি স্টলে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও হিলি উদ্যোক্তা দলের সদস্যরা অংশগ্রহণ করেন। শাড়ি, থ্রি-পিস, বুটিক সামগ্রী, ব্যাগ, পিঠা-পুলি, আচার, চাইনিজ খাবারসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের মধ্যে অনেকে জানান, তারা ঘরে বসেই এসব পণ্য তৈরি করেন এবং ফেসবুক পেজের মাধ্যমে সেগুলোর প্রচার ও বিক্রি করেন। অনলাইনের মাধ্যমে পাওয়া অর্ডার পূরণ করতে তারা প্রতিনিয়ত কাজ করছেন। উদ্যোক্তাদের লক্ষ্য, নিজেদের স্বাবলম্বী করে তোলা এবং আর্থিকভাবে সাফল্য অর্জন করা।
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি বলেন, “২০০৫ সাল থেকে আমি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি। আমাদের সবার উদ্দেশ্য কীভাবে স্বাবলম্বী হওয়া যায়। আজকের বিজয় মেলায় দর্শনার্থীদের আগমন ও সাড়া দেখে আমরা অনেক আনন্দিত। এতে আমাদের লক্ষ্য পূরণে আরও অনুপ্রেরণা পাব।”
হিলি উদ্যোক্তা দলের সভাপতি জাকিয়া ডলি বলেন, “আমাদের নারী উদ্যোক্তারা ঘরে বসেই বিভিন্ন পণ্য তৈরি করে সেগুলো বিক্রির মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতা অর্জন করছে। আমরা প্রমাণ করছি যে নারীরা অবহেলিত নন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বিজয় মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি বলেন, “এই মেলার মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা আমাদের উদ্দেশ্য। তাদের পণ্যের মান দেখে আমি গর্বিত। তারা আরও উন্নতি করবে বলে আশা রাখি।”
মেলায় দর্শনার্থীরা উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখে প্রশংসা করেন এবং সেগুলো কেনেন। বিরামপুর থেকে আসা এক দর্শনার্থী সুমাইয়া আক্তার বলেন, “মেলায় এসে খুব ভালো লাগছে। অনেক ভালো মানের পণ্য রয়েছে এখানে। পছন্দের কিছু পণ্য কিনেছি।”
উদ্যোক্তাদের সাফল্যের পেছনে উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং নিজস্ব উদ্যোগের প্রতি তাদের অঙ্গীকার দিন দিন তাদের পরিচিতি বাড়াচ্ছে। বিজয় মেলা শুধু নারীদের আর্থিক উন্নয়নেরই নয়, বরং তাদের সামাজিক অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি দৃষ্টান্ত।