আজকের বাংলা নিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউটে বেলা ১১.০০ টায় একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি ও কথাসাহিত্যিক জনাব মো: লতিফুল ইসলাম শিবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক জনাব আবদুল হাই শিকদার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব মো: জেহাদ উদ্দিন।

সংগীত পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. লীনা তাপসী খান, শিল্পী শহীদুল ইসলাম খান ও রাজীব ইসলাম। এছাড়াও, কবি নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা দলীয় সঙ্গীত পরিবেশন করেন।

সকালে, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক (সংস্কৃতি প্রদর্শনী ও বিক্রয়) জনাব মো: ফখরুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *