বরিশাল প্রতিনিধি ॥ বরিশালে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের দোয়া ও আলোচনা সভা হামলার কারণে পণ্ড হয়ে গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডা. মাহমুদা মিতু অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ কৃষক দলের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়।”
কমিটির সংগঠক শাকিল মৃধা জানান, “তারা আমাদের 'আওয়ামী লীগের লোক' বলে ব্যানার ছিঁড়ে ফেলে এবং হামলা চালায়। ঘটনাটি পুলিশের সামনেই ঘটে।”
অন্যদিকে, বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি সড়ক আটকে রাখায় বাকবিতণ্ডা হয়। তবে মারামারি হয়নি।”
প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু লোক জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মারধর করে তাড়িয়ে দেয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাহাদাত এ হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, “হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। পাশাপাশি প্রশাসনের ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল। পুলিশের কাছে সাহায্য চেয়েও নাগরিক কমিটি সহায়তা পায়নি।”
পুলিশ কর্মকর্তা রাশেদ জানান, “হঠাৎ একদল লোক ব্যানার ছিঁড়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে স্থান ত্যাগে বাধ্য করা হয়।”
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “বাগবিতণ্ডার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”