খাগড়াছড়ি প্রতিনিধি ॥ অসম সাহস-বীরত্ব ও আত্মদানের মধ্য দিয়ে যেসব বীর সন্তানরা বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান করে দিয়েছে। আজ মানচিত্র এবং পতাকা যাদের প্রাণের বিনিময়ে, তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই নানা কর্মসূচীতে খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

১৯৭১ সালে এদেশের দামাল ছেলেরা দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে বীরত্বের সাথে অসমসাহস বুকে ধারন করে আত্মদানে মহিমান্বিত বিজয় ছিনিয়ে এনেছিল মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর।

দিবসটি উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিকতাশুরু হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে চেঙ্গীস্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এরপর একে একে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ মো. আরেফিন জুয়েল ও খাগড়াছড়ি প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তর, বিএনপি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিভিন্ন কর্মসূচী ও যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য নানা আয়োজনের উদ্যােগ নেয়া হয়েছে, প্রথমে আনুষ্ঠানিকভাবে সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন, শহরের টাউন হলের সামনে বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *