আজকের বাংলা নিউজ :ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে। ১৫ ডিসেম্বর রবিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক এমপি নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। তাকে আত্মগোপনে থাকার অভিযোগে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় সাতকানিয়া থানায় গত ৯ অক্টোবর মামলা করা হয়, যার বাদী ছিলেন কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান।