পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শহীদ মিনারে সবার আগে পুষ্পস্তবক অর্পণ না করতে পেরে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মিছিল করেছে বিএনপি। আজ ১৬ ডিসেম্বর ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম’র প্রতি ক্ষুদ্ধ হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ না করে প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে শহীদ মিনার প্রাঙ্গন ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন কর্তৃক সকাল ৮ টায় পুষ্পস্তবক অর্পণের সময় পূর্ব নির্ধারিত ছিল। অপরদিকে উপজেলা বিএনপি কর্তৃক ৭:৩০ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ পূর্ব নির্ধারিত ছিল। উপজেলা বিএনপি তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৭ টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়। এরপর সকাল ৮ টায় উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

ধারাবাহিকভাবে উপজেলা প্রশাসন, কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, কলাপাড়া পৌরসভা, কলাপাড়া থানা পুষ্পস্তবক অর্পণ করে। পরবর্তী সিরিয়ালে উপজেলা বিএনপি’র পুষ্পস্তবক অর্পণ করার কথা থাকলেও বিএনপির নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান (একশন একশন ডাইরেক্ট একশন, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, প্রশাসনের বিরুদ্ধে ডাইরেক্ট একশন) দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ত্যাগ করে।

সূত্রটি আরও জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক সকাল ৮ টায় পুষ্পস্তবক অর্পণ পূর্ব নির্ধারিত থাকলেও উপজেলা বিএনপি স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় না করে উপজেলা প্রশাসনের পুষ্প স্তবকের পূর্বে সকাল সাড়ে ৭টায় পুষ্পস্তবক অর্পণের প্রেস রিলিজ করে, সেই মোতাবেক ঘটনাস্থলে উপস্থিত হয়।

এদিকে বিএনপি’র প্রশাসন বিরোধী মিছিলের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে শহরে আলোচনার সৃষ্টি হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিএনপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা না জানালেও একটি ফুলের চাক শহীদ মিনারের বেদীতে পরে লক্ষ্য করা গেছে বলে জানায় গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ বিষয়ে জানতে মিছিলের স্লোগানে নেতৃত্ব দানকারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সংযোগ পাওয়া যায়নি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম কথা বলতে অনিহা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *