আজকের বাংলা নিউজ :বাংলা একাডেমি ১লা পৌষ ১৪৩১/১৬ই ডিসেম্বর ২০২৪ সোমবার মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকাল ৪:০০টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক মোহাম্মদ আজম। বিশিষ্ট বুদ্ধিজীবী কবি ফরহাদ মজহার তার বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আরও কার্যকরী পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণমানুষের মুক্তির সংগ্রামের ধারাবাহিকতা ধরে রাখতে প্রথাগত পথের পরিবর্তে চিন্তা ও তৎপরতায় আমূল পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি স্বাধীন বাংলাদেশের বৃহত্তর জনগণের বিজয়ের জন্য আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলেও মন্তব্য করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।