আজকের বাংলা নিউজ : সরকার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। তিনি জানান, “সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন, পেনশনভোগীরাও এতে অন্তর্ভুক্ত থাকবেন।”
মোখলেস উর রহমান আরও বলেন, সরকার এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে, যা মহার্ঘ ভাতার পরিমাণ এবং অন্যান্য বিস্তারিত বিষয় নির্ধারণ করবে। এই কমিটি সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।